চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। এই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। সবার সঙ্গে একটি করে ম্যাচ খেলবে টাইগাররা।
এর মধ্যে আগামী ২১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট পর্ব শুরু হবে নাজমুল হোসেন শান্তর দলের। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। পরদিন রাত সাড়ে ৮টায় একই মাঠে ভারতের বিপক্ষে পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আর ২৫ জুন সুপার এইটে শেষ ম্যাচ বাংলাদেশের। ওইদিন সেন্ট ভিনসেন্টে সাকিবদের প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।
বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ
এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের গ্রুপপর্বের খেলা শেষের পথে। আর মাত্র দুটি ম্যাচ বাকি। আজ রাত সাড়ে ৮টায় নিউজিলান্ডের মুখোমুখি হবে পাপুয়া নিউগিনি। আগামীকাল সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান।
বুধবার থেকে শুরু হবে সুপার ৮-এর খেলা। ইতোমধ্যে সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।
১৯ জুন রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্র।
২০ জুন সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।
২০ জুন রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে ভারত-আফগানিস্তান।
২১ জুন সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া
২১ জুন রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।
২২ জুন সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ।
২২ জুন রাত সাড়ে ৮টা মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।
২৩ জুন সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-আফগানিস্তান।
২৩ জুন রাত সাড়ে ৮টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।
২৪ জুন সকাল সাড়ে ৬টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
২৪ জুন রাত সাড়ে ৮টায় ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
২৫ জুন সকাল সাড়ে ৬টা বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।
২৭ জুন সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইলান।
২৭ জুন রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনাল।
২৯ জুন রাত সাড়ে ৮টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।
Leave a Reply