ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ সংগ্রহ!

তিন ম্যাচ ওয়ানডে সিরজের প্রথমটিতে আয়ারল্যান্ডকে ২৫৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডেতে এটিই বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুরশিদা খাতুনের অপরাজিত ৯১ রানের ইনিংসে ভর করে ওয়ানডেতে ২৫০ রান করেছিল বাংলাদেশ নারী দল। সেটিই ছিল এতদিন টাইগ্রেসদের সর্বেোচ্চ দলীয় রানের রেকর্ড। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ ছিল ৭ উইকেটে ২৩৪ রান, ২০২২ বিশ্বকাপে হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে। আর আজ (২৭ নভেম্বর) সব ছাড়িয়ে ২৫২ রানের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়লো বাংলাদেশের মেয়েরা।

মিরপুরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুন। ওপেনিং জুটিতে তারা দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৫৯ রান। ৬১ বলে ৩৮ রান করে মুর্শিদা আউট হলে ভাঙে তাদের জুটি। তবে অন্য প্রান্তে হাফ-সেঞ্চুরি তুলে নেন ফারজানা। চার বাউন্ডারিতে ১১০ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

এদিকে ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন শারমিন সুপ্তা। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারলে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হতে পারতেন তিনি। তবে শেষ পর্যন্ত ৯৬ রান করে ফ্রেয়া সার্জেন্টের বলে আর্লেন কেলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন শারমিন।

বিস্তারিত আসছে………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *