যে কারণে সাকিব-রিয়াদকে ‘বাদ’ দেয়ার পক্ষে গিলক্রিস্ট!

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচেই নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে পারেনি ক্রিকেটাররা। বিশেষ করে দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ নিজেদের নামের প্রতি করতে পারেননি সুবিচার। তারকা এই দুই ক্রিকেটারকে নিয়ে এবার মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসর খেলা সাকিব চলমান বিশ্বকাপে একটি হাফ সেঞ্চুরি বাদে বলার মতো কিছুই করতে পারেননি। মাহমুদউল্লাহও শ্রীলঙ্কার বিপক্ষে পারফর্ম করা বাদে বাকি কোনো ম্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেননি। গিলক্রিস্ট মনে করেন, ভবিষ্যতের কথা চিন্তা করে সাকিব ও মাহমুদউল্লাহকে ছাড়া পরিকল্পনা করতে হবে বাংলাদেশকে।

তিনি বলেন, ‘বাংলাদেশ দলে কারা ভিত্তি হবে সেটি তাদের ঠিক করতে হবে। দলের নেতা কে হবে, কাদেরকে নিয়ে এগিয়ে যাবে এসব ভাবার সময় এসেছে। মাহমুদউল্লাহ ও সাকিব তাদের ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছে। তাদেরকে ছাড়াই এখন এগিয়ে যাওয়ার পরিকল্পনা কর‍তে হবে বাংলাদেশের।’

ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশ দলে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয়ার পক্ষে গিলক্রিস্ট। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের উচিত কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দেয়া। তাদেরকে টানা খেলার সুযোগও দিতে হবে। কয়েকটা খারাপ পারফরম্যান্স গেলেই দল থেকে ছুঁড়ে ফেলা যাবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *