টানা দুই ম্যাচ হেরে সেমিফাইনালের স্বপ্ন প্রায় শেষ বাংলাদেশের। তবে সমীকরণটা জটিল হলেও ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া হারলে একটা সুযোগ থাকবে শান্তদের। অন্তত সুপার এইটে প্রথম জয়ের স্বাদ পেতে হলেও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। একাদশে আসতে পারে এক পরিবর্তন।
সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে স্টেডিয়ামে মঙ্গলবার (২৫ জুন) ভোর সাড়ে ৬টায় সুপার এইটে নিজেদের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামবে বাংলাদেশ।
২০০৭ থেকে শুরু করে ২০২৪; নয় আসরের সবগুলোতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। সর্বোচ্চ সাফল্য সুপার এইট। সেমিফাইনাল স্বপ্ন হয়েই থাকল টাইগারদের। চলতি আসরে গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতলেও সুপার এইটের দুই ম্যাচের একটিতেও জয় পায়নি শান্তরা। অস্ট্রেলিয়া আর ভারতের বিপক্ষে লড়াইটাও করতে পারেনি হাথুরুর শিষ্যরা। তাতে আসর থেকে বিদায় একপ্রকার নিশ্চিত।
তবে কাগজে কলমে এখনো কিছুটা আশা টিকে আছে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বড় হার প্রার্থনা করার পাশাপাশি বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকেও। সেমিফাইনালে যেতে পারুক বা না পারুক, আফগানিস্তানের বিপক্ষে জয়টা গুরুত্বপূর্ণ বাংলাদেশের। কারণ এ নিয়ে নয় আসরের মধ্যে দ্বিতীয়বার সুপার এইটে পা রেখেছে টাইগাররা। ২০০৭ সালের ওই আসরে সুপার এইটের কোনো ম্যাচ জিততে পারেনি তারা। এবার অন্তত সে ডেডলক ভাঙতে চাইবে হাথুরুর শিষ্যরা।
সেন্ট ভিনসেন্টের স্লো পিচে ম্যাচ হওয়ায় আগের ম্যাচের একাদশে খুব একটা পরিবর্তন হওয়ার সুযোগ নেই। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মোস্তাফিজুর রহমান বেশ খরুচে হলেও এ মাঠে কাজে দেবে তার স্লোয়ার। তবে আস্থার প্রতিদান দিতে না পারায় বাদ পড়তে পারেন জাকের আলী অনিক। তার জায়গায় ফিরবেন তাসকিন আহমেদ।
জাকের না থাকলে রান খরার পরও উইকেটরক্ষক হওয়ায় একাদশে সুযোগ পাবেন লিটন দাস। এছাড়া শেখ মেহেদী অথবা শরিফুল ইসলামের একজনকে নিয়ে সাজানো হতে পারে আফগানিস্তানের বিপক্ষে একাদশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান/শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
Leave a Reply