অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ফাইনালে তাদের প্রতিপক্ষ সাতবারের চ্যাম্পিয়ন ভারত। তাই শিরোপা ধরে রাখার লড়াইটা কঠিনই হবে জুনিয়র টাইগারদের জন্য। তবে ভারতকে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। সেই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
শুক্রবার (৬ ডিসেম্বর) পাকিস্তানের সঙ্গে ম্যাচ শেষ হওয়ার পর বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ফাইনালে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা সর্বশক্তি নিয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া ও সমর্থন করবেন।
এদিন আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১১৭ রানের সহজ লক্ষ্য দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৬৭ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা। ৪২ বলে ৬১ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে যান তামিম।
নিজের এই গুরুত্বপূর্ণ ইনিংস নিয়ে তামিম বলেন, আজকে আমরা ম্যাচ জিতেছি ভালো লাগছে। আল্লাহর রহমতে সবকিছু আমাদের পক্ষে ছিল। বোলাররা সবাই অনেক ভালো করেছে। বিশেষ করে ইমন, মারুফ, আরও যারা আছে। ওরা অনেক ভালো বল করেছে। এর মাধ্যমে ১১৬ রানে অলআউট করতে পেরেছি।
‘ওদের কাছে বার্তা ছিল, আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব। যে ভুলগুলো করে এসেছি, সেগুলো কমাবো। আমরা সেটা করে দেখিয়েছি। আজকে যে ইনিংসটা আমি খেলেছি, ভালো লাগছে। দলের জন্য জিতেছি, দেশের জন্য জিতেছি খুব ভালো লাগছে।’
পাকিস্তানকে ১১৬ রানে আটকে রাখার নায়ক ইকবাল হোসেন ইমন। ৭ ওভারে ২৪ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। এ নিয়ে রোমাঞ্চিত পেসার জানিয়েছেন, দলের জন্য পারফর্ম করতে পেরে খুশি তিনি।
ইমন বলেন, আজকের উইকেটটা আসলেই ভালো ছিল। ফ্রেন্ডলি উইকেট, পেস বোলিং উইকেট। আমি আমার জায়গায় বল করেছি, সফল হয়েছি। ম্যান অব দ্য ম্যাচ হয়ে আমি খুবই রোমাঞ্চিত, অনেক খুশি হয়েছি। আসলে দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল আমার পারফরম্যান্স।
Leave a Reply