free tracking

৭৮ বছর বয়সেও কেন বিয়ে করেননি গোলজার!

মাত্র ১৮ বছর বয়সে গ্রামের এক নারীকে পছন্দ করেন, স্বপ্ন দেখেন বিয়ে করে সংসার করার। ভালোবেসে বন্ধুর মাধ্যমে চিঠি দিয়ে বিয়ের প্রস্তাবও দেন। তবে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করেন ওই নারী।

এরপর বিয়ে না করেই একাকী জীবন পার করছেন ৭৮ বছর বয়সী গোলজার হোসেন। সারাজীবনে যা আয় করেছেন তা দিয়ে বাড়ির পাশে নির্মাণ করেছেন মসজিদ। সেই মসজিদে প্রতিদিন নিজেই আজান দেন, করেন ইমামতি। শুধু তা-ই নয়, বেঁচে থাকতেই মায়ের কবরের পাশে নিজের কবরের জায়গা নির্ধারণ করে রেখেছেন।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পৌর এলাকার পার্বতীপুর গ্রামে গোলজার হোসেনের বাড়ি। স্নাতক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর বড় ছেলে হিসেবে সংসারের হাল ধরেন তিনি। বাবার রেখে যাওয়া কয়েক বিঘা জমি অন্যের কাছে লিজ দিয়ে যা টাকা ও ফসল পান,তা দিয়েই চলে গোলজারের একাকী জীবন।

গোলজার হোসেন জানান, বিয়ে না করার পেছনে কয়েকটি কারণ রয়েছে। যুবক বয়সে বিয়ে না করায় তার মা তাকে রান্না করে দেননি। ফলে রাগে-ক্ষোভে আর বিয়েই করেননি তিনি। অন্যদিকে, বিয়ে করলে আল্লাহর ইবাদাতে ত্রুটি হতে পারে ভেবেও বিয়ে করেননি।

তার দাবি, পৃথিবীর যাবতীয় সমস্যার মূলে রয়েছে নারীরা। তাই তিনি নারী সঙ্গ থেকে নিজেকে দূরে রেখেছেন। বর্তমানে আল্লাহর সন্তুষ্টির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় সহ সারাক্ষণ আল্লাহর নাম জপেন গোলজার।

এলাকাবাসী জানান, এলাকাজুড়ে ভালো মানুষ হিসেবে পরিচিত গোলজার হোসেন। নিজের তৈরি কারা মসজিদে নিজেই আজান দেন, নিজেই ইমামতি করেন। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। এলাকাবাসীরা তাকে কোনদিন কারো সঙ্গে জোরে কথা বলতেও দেখেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *