যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন
যেখানে তিনি তরুণীসহ জয়ের একটি ছবি দিয়ে পোস্টে উল্লেখ করেন,অবশেষে হিঞ্জ ব্যবহার করে সাফল্য লাভ করলেন ন্যাশনাল গ্র্যান্ডসন। থ্রি চিয়ার্স ফর ন্যাশনাল গ্র্যান্ডসন….হিপ হিপ…হুররে।
মূহর্তেই পোস্টটি নেট দুনিয়ায় ভাইরাল।এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটি ১২ হাজার রিয়েক্টের সাথে ২৬৮ বার শেয়ার হয়েছে।
তারপরই নেটিজেনরা মন্তব্যের ঘরে গণহারে বলছেন,ন্যাশানাল গ্যান্ডসন জয়,সাথে জুড়ে দিচ্ছেন হাসির ইমোজি।
সাংবাদিক সায়েরের পোস্টটের পরই নেট দুনিয়ায় প্রশ্ন উঠেছে আসলেই কি ন্যাশনাল গ্রান্ডসন জয়?বেশিরভাগ নেটিজেনরা দাবি করছেন আসলেই ন্যাশনাল গ্রান্ডসন জয়।কিন্তু বিষয়টিকে তাঁরা বিনোদনের খোরাক হিসাবেই দেখতে চাইছেন।
Leave a Reply