রোজার নিউইয়র্ক ইউনিভার্সিটি কী তবে বরিশালে!

দু’দিন আগেই খবর বেরিয়েছে বিয়ে করেছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান। তার স্ত্রী’র পরিচয় নিয়ে আগ্রহ ছিল সবার। সেই পারদে হাওয়া লেগে সন্ত্রাসী বাবার পরিচয় সহ সাবেক প্রেমিকও বের হয়ে এসেছে এখন।

গতকাল একটি বেসরকারি গণমাধ্যমে সাক্ষাতকার দিয়েছে তাহসানের স্ত্রী রোজার সাবেক প্রেমিক ফায়েজ বেলাল। তিনি বলেন, সব জায়গায় প্রচার করা হচ্ছে রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজি এর উপর ডিগ্রি অর্জন করেছে। কিন্ত নিউইয়র্ক ইউনিভার্সিটিতে এই নামে সাবজেক্টই নেই। সে এইচএসসি পাশ করে ওখানে গেছে, ইন্টার পাশ করে ওখানে ভর্তি হওয়া সম্ভব না। এই মিথ্যাচার আমাদের গণমাধ্যম করে যাচ্ছে। আপনারা চাইলে অনুসন্ধান করতে পারেন।

পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, রোজা বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের শিক্ষার্থী ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই তালিকায় তার নাম পাওয়া যায়, যা এই লিঙ্কে গেলে দেখা যাবে https://alumni.ugv.edu.bd/StudentDetails/7 । সাধারণত একজন শিক্ষার্থী তার পড়াশোনা শেষ না করলে অ্যালামনাই সদস্য হতে পারে না।

রোজার সাবেক প্রেমিক আরো বলেন, ২০১৬ থেকে আমাদের ৯ বছরের সম্পর্ক ছিল। আমাকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে সে, তার বিদেশ যাওয়ার সময় আমি ১৫ লাখ টাকা দিয়েছি। আমি ব্যথিত হইনি কিন্ত এটি ছিল অবিশ্বাস্য একটি ব্যাপার, প্রতারিত হয়েছি আমি। তিন মাস আগে আমাদের সম্পর্ক ভেঙ্গে যায়, ১ মাস আগেও সে ফোন দিয়ে সবকিছু ঠিক করতে চেয়েছিল। কিন্ত গতকাল গণমাধ্যমে জানলাম এতকিছু হয়ে গেছে। আমাদের ব্রেকাপের কারণও তাহসান ছিলো।

উম্মে হাবিবা রোজা থেকে রোজা আহমেদ পরিচয়ে আছে সে এখন, আপনারা নিশ্চই তার বাবা সম্পর্কেও জানেন, তার বাবা আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী ছিল। আওয়ামী লীগ আমলেই তাকে ক্রসফায়ার দেয়া হয়। সেই বাবার ধুরন্দর মেয়ে রোজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *