শিকার ধরতে নদীতে উল্টে পা তুলে ডুবে যাওয়ার নাটক কুমিরের!

পানির উপর ভেসে রয়েছে ছোট্ট একটি হাত। যেন পুরো শরীরটা ডুবে গেছে। হাত উপরে তুলে প্রাণরক্ষার ইঙ্গিত দেওয়া হচ্ছে। স্থানীয়েরা ভেবেছিলেন, মনে হয় কেউ নদীতে ডুবে গেছে। বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিতে যাচ্ছিলেন। কিন্তু তৎক্ষণাৎ সতর্ক হয়ে পড়লেন। এ কোনও মানুষের হাত নয়, বরং এটি কুমিরের পা। শিকার ধরার জন্য পানির ভেতর নিজের শরীর উল্টে দিয়ে ডুবে যাওয়ার অভিনয় করছে সে।

‘ট্রাভলি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটি দেখে মনে হচ্ছে, নদীতে কেউ ডুবে যাচ্ছে। কিন্তু আসলে তা নয়। একটি কুমির তার পা তুলে পানিতে ডুবে যাওয়ার নাটক করছে। ঘটনাটি ইন্দোনেশিয়ার বোর্নেয়োর বারিটো নদীর। ইন্দোনেশিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী এটি। এই নদীতে বসবাস কুমিরের।

ভিডিওটি দেখে অধিকাংশ কুমির বিশেষজ্ঞের দাবি, শিকার যেন নিজে থেকে কুমিরের কাছে ধরা দেয়, সে কারণেই এমন ফন্দি এঁটেছে কুমিরটি। তাকে বাঁচানোর জন্য কেউ যদি পানিতে ঝাঁপ দেয় তাহলে তার দিকে ধেয়ে যেতে পারবে কুমিরটি। এমনটাই পরিকল্পনা তার।

এদিকে, ভিডিওটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। একজন লিখেছেন, ‘এতদিন কুমিরের কান্না দেখেছি। এখন কুমিরের নাটকও দেখে নিলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *