জুলাই ঘোষণাপত্রে শাপলা চত্বরের গণহত্যা যুক্ত করতে হবে: দাবি হেফাজতের!

জুলাই-আগস্টের ঘোষণাপত্র ঐক্যবদ্ধভাবে তৈরি করার জন্য সরকার বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেছিল। আলোচনা শেষে হেফাজত নেতা মাওলানা জুনাইদ আল হাবিব জানান, আজকে প্রধান উপদেষ্টা আমাদেরকে আহবান করেছিলেন জুলাই-আগস্টের অভ্যুত্থানের ব্যাপারে একটি ঘোষণাপত্রের জন্য। সেই ঘোষণাপত্রের খসড়া আমরা দেখেছি। ঘোষণাপত্রে অনেকগুলো বিষয় উল্লেখ আছে।

এই ঘোষণাপত্রে আমরা একটি দাবি জানিয়ে এসেছি যে, ২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যা উল্লেখ করতে হবে। ২০২১ সালে পাখির মোট গুলি করে ওলামায়ে কেরামদের হত্যা করা হয়েছে। হাজার হাজার ওলামায়ে কেরামকে প্রেপ্তার করে রাখা হয়েছে সেটাও ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে।

তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে, আমরা এই সরকারের পাঁচ মাসের কার্যক্রমে বিপ্লবের কিছুই দেখি নাই। তাই সরকারকে বিপ্লবী হয়ে পরাজিত শক্তির সবাইকে বিচারের আওতায় আনতে হবে। আগামী নির্বাচনে পরাজিত শক্তি ও তাদের সহযোগী কেউ অংশগ্রহণ করতে পারবে না। দেশ গঠন করার জন্য যেই ঘোষণাপত্র দেওয়া হবে এই ঘোষণাপত্র যেন ঐক্যবদ্ধভাবে হয় আমরা সেটা বলেছি। এই ঘোষণাপত্রের জন্য যেণ অনৈক্যের সৃষ্টি না হয় সেই কথা আমরা বলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *