সম্প্রতি মারা গেছেন আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তনির স্বামীর লাইফ সাপোর্ট খোলা অবস্থায় একটা ছবি ছড়িয়ে পড়েছে যেখানে তনিকে তার স্বামীর পাশে দাঁড়ানো অবস্থায় দেখা যায়। অনেকে নেতিবাচক ইঙ্গিত করে লিখেছেন মিশন সাকসেসফুল। এ বিষয়টি নিয়ে তনি তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ধরনের অপপ্রচারের সমালোচনা করে লেখেন “মিশন সাকসেসফুল ” এই ছবি টা পোস্ট করে যারা এইসব লিখেছেন, ‘ আমি জানতে চাই কি মিশন সাকসেসফুল!!! একটা প্রমাণ দেখাতে পারলে ফেসবুকে আর চেহারা দেখাবো না। হিংসুটে লোকদের কাজ হচ্ছে অন্যের পিছনে পরে থাকা।
‘আমার হাসব্যান্ড ১০১ দিন লাইফ সাপোর্টে ছিল, প্রথমদিকে আমি বেশিরভাগ সময় ব্যাংককে থাকতাম, কিন্তু হাসপাতালে এ প্রতিদিন ১০-১২ লক্ষ টাকা বিল দিতে যেয়ে আমার অর্থনৈতিক অবস্থান কি হতে পারে এটা যে কোনো শিক্ষিত মানুষকে মনে হয় না বুঝাতে হবে, এর পর হসপিটালে আমার হাসব্যান্ডের সাথে ২৪ ঘণ্টা থাকার জন্য স্পেশাল আইসিইউ নার্স আলাদা করে অ্যাপয়েন্টেড করে প্রতি সপ্তাহে বাংলাদেশ-ব্যাংকক আসা যাওয়া শুরু করি, কারণ আমাকে সব কিছু ঠিক রাখতে হবে, এছাড়া এত বড় অংকের বিল মেটানো সম্ভব নয়,
তিনি আরো লেখেন, ‘আমি যখন একা ব্যাংকক একা থাকতাম তখন বেশিরভাগ সময় হসপিটালেই থাকতাম, কিন্তু বাচ্চাদের তো সারাক্ষণ আইসিইউতে রাখা যায় না, আবার ওদের সামনে কান্নাও করা যায় না। এছাড়া আমি যে প্রফেশনে আছি আমাকে অনেক প্রেজেন্টেবল হয়ে ক্যামেরার সামনে আসতে হয়, শুধু মাত্র লিপস্টিক দেয়া একটা ছবি দেখে এত কিছু জাজ করে ফেল্লেন!!
তিনি লিখেন, ‘নিজেকে প্রশ্ন করে দেখেন তো আপনার হাসব্যান্ড বা ওয়াইফ কোমাতে চলে গেলে কোনো কিছুর তোয়াক্কা না করে শুধু মাত্র আল্লাহর উপর বিশ্বাস করে কোনো মিরাক্কেলের আশায় আমার মত এমন স্টেপ নিতে পারবেন তো!’
তিনি লেখেন, ‘বিগত বছরে আমি যে পরিমান ধাক্কা খেয়েছি, এখন সব সামলে উঠতে হবে, অনেক অনেক রেস্পন্সসিবিলিটি আমার, শত শত মানুষের দায়িত্ব আমার, আমার ছেলে-মেয়ে, মা, ভাই-বোন সবাই কে ভাল রাখতে হবে, তাই এই দুই চারটা বিষাক্ত মানুষ কি বললো তাতে আমার একটা চুলও ছেড়া যাবে না।’
তিনি আরো লেখেন, ‘আরেকটা কথা যারা আমার নেক্সট বিয়ে নিয়ে চিন্তা করে মরে যাচ্ছেন তাদেরকে বলতে চাই, আমাকে নিয়ে যত ভাবেন যদি নিজেকে নিয়ে যদি এর ৫০% ও ভাবতেন তাহলে আমাকে নিয়ে ভাবার সময় পেতেন না।’
Leave a Reply