৩০ হাজার টাকার কম্বল দিতে গিয়ে খরচ ৮-১০ লাখ?

সিনিয়র সাংবাদিক এম এ আজিজ সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের হেলিকপ্টার ভাড়া নিয়ে অতিরিক্ত খরচের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আজিজের দাবি, মাত্র ছয় দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ১৮ বার প্রাইভেট হেলিকপ্টার ভাড়া করেছেন এমনটি দেখেছেন কখনো? তিনি আরও বলেন, দান খয়রাতের ক্ষেত্রে যে অর্থ ব্যয় হচ্ছে, তা মন্ত্রণালয়ের বাজেট থেকে আসছে এবং হেলকপ্টার ভাড়াও দিচ্ছে মন্ত্রণালয়, যা শেষ পর্যন্ত নাগরিকদের ট্যাক্সের টাকা।

আজিজ ছাত্র উপদেষ্টার সমালোচনা করে বলেন, মাত্র ৩০ হাজার টাকার কম্বল দিতে গিয়ে ৮ থেকে ১০ লাখ টাকা খরচ করেছেন। এছাড়া, হেলিকপ্টার ভ্রমণের জন্য একটি হেলিপ্যাড তৈরি করতে হয়েছিল, পরে সেটি ভেঙে ফেলেছে।

তিনি উল্লেখ করেন, জনগণের অর্থে এই খরচ পরবর্তী সময়ে অডিটের আওতায় আসবে। “যদি অডিটে এসব খরচ ধরা পড়ে, তখন কী জবাব দিবে?” এমন প্রশ্ন তুলেছেন আজিজ। তিনি সতর্ক করেন যে, এসব কাজ সরকারের পক্ষ থেকে জনসাধারণের অর্থের অপব্যবহারের সম্ভাবনা সৃষ্টি করছে, যা পরবর্তীতে গণতান্ত্রিক জবাবদিহির আওতায় আসতে পারে।

তথ্যসূত্রঃ এনটিভি নিউজ

লিংকঃ https://youtu.be/BweK80wi8qM?si=8QptYD_1ujL47f1x

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *