পাকিস্তানের স্পিনার নোমান আলী টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুলতানের দ্বিতীয় টেস্টে হ্যাটট্রিক করে পাকিস্তানের হয়ে টেস্টে হ্যাটট্রিক পাওয়া প্রথম স্পিনার হিসেবে নাম লেখালেন তিনি।
হ্যাটট্রিকের মুহূর্ত ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে এসে প্রথম তিন বলে জাস্টিন গ্রেভস, টেভিন ইমলাক এবং কেভিন সিলক্লেয়ারকে আউট করে নোমান গড়েন এই কীর্তি।
পাকিস্তানের হয়ে টেস্টে হ্যাটট্রিক প্রাপ্তরা নোমানের আগে পাকিস্তানের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছেন ৪ জন, তবে সবাই ছিলেন পেসার:
ওয়াসিম আকরাম (২ বার)আব্দুর রাজ্জাক মোহাম্মদ সামিনা সিম শাহদ্বিতীয় বয়স্ক হ্যাটট্রিককারী নোমান আলী বয়সের দিক থেকেও রেকর্ড গড়েছেন। ৩৮ বছর ১১০ দিন বয়সে হ্যাটট্রিক করে তিনি টেস্ট ইতিহাসের দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেছেন। তার উপরে আছেন শুধু শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ (৩৮ বছর ১৩৯ দিন)।
অসাধারণ ফাইফারহ্যাটট্রিকের পাশাপাশি নোমান আলী আরও দুর্দান্ত পারফর্ম করেছেন। এখন পর্যন্ত মাত্র ২৯ রানে ৫ উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের বিপর্যস্ত করে তুলেছেন। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৯৭ রানে ৯ উইকেট।
নোমান আলীর এই পারফরম্যান্স পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে অনন্য একটি অধ্যায় হিসেবে জায়গা করে নেবে।
Leave a Reply