গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে। এতে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত পাঁচজন পুলিশ সদস্যসহ আটজন আহত হন।
প্রত্যক্ষদর্শীদের মতে, আওয়ামী লীগের নেতাকর্মীরা লিফলেট বিতরণের সময় পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। সাফায়েত গাজী নামে এক কর্মীকে আটক করার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। আটক কর্মীকে ছাড়িয়ে নিতে নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হন, ফলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. খোরশেদ আলম জানান, পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপের ফলে গাড়ির ক্ষতি হয় এবং পাঁচজন পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে এক পুলিশ সদস্য অবরুদ্ধ অবস্থায় ছিলেন, যাকে পরে নেতাকর্মীদের কাছ থেকে উদ্ধার করে নিরাপদে থানায় পৌঁছে দেওয়া হয়।
Leave a Reply