গেল ৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণ আন্দোলনের মুখে সাবেক স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় গ্রহণ করেন।তারপর থেকেই দলটির অনেক নেতাকর্মীই রয়েছেন পলাতক,অনেকেই বিচারের মুখোমুখি।
গত একদিনে লংমার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি নিয়ে নানান প্রতিক্রিয়া দেখা গেছে । গেল ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে শাহবাগ থেকে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে ছাত্র জনতার জমায়েত শুরু হয়। এরপরই সারাদেশে রাতভর চলে ফ্যাসিস্টদের চিহ্ন উৎখাতের বন্দোবস্ত ।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে গতকাল ৫ ফেব্রুয়ারি একটি ভিডিও পোস্ট করেন।যেখানে ভিডিওর ক্যাপশনে হাসনাত লিখেন,হাসিনার উদ্দেশ্য সাদ্দামের নসিহত।তিনি আরো উল্লেখ করেন,আওয়ামীলীগের পলাতক নেতাকর্মীদের উদ্দেশ্যে মূল্যবান নছীহত করছে সাদ্দাম হোসাইন।
২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম বলছেন, কর্মীদের সাথে থেকে রাজপথে থেকে লড়াই সংগ্রাম করতে হবে।যেখানে তিনি বলেন পৃথিবীর ইতিহাসে এমন কোন গণতান্ত্রিক দেশ আছে যেখানে নেতা পালিয়ে গিয়ে বিদেশে বিলাসী জীবনযাপন করছেন আর কর্মীদেরকে রাজপথে থাকার আহ্বান জানাচ্ছেন। আর আন্দোলন সফল হয়েছে।আজকে ভিডিও কনফারেন্স দিয়ে বড় বড় কথা বলছেন।সাহস থাকলে বাংলাদেশে এসে আইন আদালতের মুখোমুখি হন।
ভিডিও: https://www.facebook.com/hasnat.abdullah01/videos/520127020534482
Leave a Reply