রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে গুঁড়িয়ে দেওয়ার সময় ‘আপার বাড়ি’ বলায় এক নারী মারধরের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী ভাঙার দৃশ্য দেখে আক্ষেপ করে বলছিলেন, “আপার বাড়ি ভাঙতেছে।” এ কথা শুনে উপস্থিত কয়েকজন তাকে ‘আওয়ামী লীগের দালাল’ বলে মারধর শুরু করে। পরে ছাত্র-জনতার কয়েকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন এবং রিকশায় করে চিকিৎসার জন্য নিয়ে যান। তাৎক্ষণিত মারধরের শিকার ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে ওই নারীর বাসা রাজধানীর ফার্মগেইট এলাকায় বলে জানা গেছে।
Leave a Reply