free tracking

বিপিএলের ফাইনাল সেরা ও টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের নাম ঘোষণা!

বিপিএল ২০২৪-২৫ ফাইনালে ফরচুন বরিশালকে জয়ের পথ দেখালেন অধিনায়ক তামিম ইকবাল। ১৯৫ রানের বিশাল লক্ষ্যের সামনে দারুণ সূচনা প্রয়োজন ছিল বরিশালের, আর সেই দায়িত্ব সামনে থেকে পালন করেছেন তামিম। মাত্র ২৯ বলে ৯ চার ও ১ ছক্কার সাহায্যে খেলেছেন ৫৪ রানের এক দুর্দান্ত ইনিংস। তার এই ঝড়ো ব্যাটিং বরিশালকে এমন অবস্থানে পৌঁছে দেয়, যেখান থেকে চিটাগাং কিংসের জন্য ম্যাচে ফেরা কঠিন হয়ে পড়ে। এই অসাধারণ ইনিংসের সুবাদে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তামিম।

এদিকে, টুর্নামেন্টসেরা নির্বাচিত হয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এবারের বিপিএলে নিজেকে ওপেনিংয়ে তুলে এনে দারুণ পারফর্ম করেছেন তিনি। ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে শুধু ব্যক্তিগত পারফরম্যান্সেই নয়, দল পরিচালনার ক্ষেত্রেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ১৪ ইনিংসে ২৭ গড়ে ৩৫৫ রান করেছেন তিনি, যেখানে রয়েছে ২টি ফিফটি। এছাড়া ৮টি ক্যাচ নেওয়ার পাশাপাশি বল হাতেও ছিলেন কার্যকর— ১৪ ম্যাচে ৭.৭১ ইকোনমি রেটে নিয়েছেন ১৩ উইকেট।

টুর্নামেন্ট জুড়ে তার এই দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিপিএলের জুরি বোর্ড তাকে ‘ম্যান অব দ্য সিরিজ’ নির্বাচিত করেছে। একদিকে ফাইনালের নায়ক তামিম, অন্যদিকে পুরো আসরের অন্যতম সেরা পারফর্মার মিরাজ— এবারের বিপিএল যেন ছিল অধিনায়কদের দাপটের টুর্নামেন্ট!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *