free tracking

বিমান বিধ্বস্ত, নিহত সকল যাত্রী!

যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৯ জন নিহত হয়েছেন। বেরিং এয়ারের সেসনা ক্যাটাগরির ছোট আকৃতির বিমানটি আলাস্কার উনালাকলিট থেকে নরটন সাউন্ডের উদ্দেশে যাত্রা করেছিল, তবে যাত্রা শুরুর ৪৫ মিনিটের মধ্যে রাডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিধ্বস্ত বিমানের খোঁজমার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, রাডারের রেকর্ড অনুযায়ী সর্বশেষ বিকেল ৩টা ১৮ মিনিটে বিমানটির সংকেত পাওয়া যায়। বিশেষজ্ঞদের ধারণা, ইঞ্জিনজনিত গুরুতর ত্রুটির কারণে বিমানটি বাতাসে ভেসে থাকার ক্ষমতা হারিয়ে ফেলে এবং বিধ্বস্ত হয়।

ধ্বংসাবশেষ ও উদ্ধার অভিযানবিমানটির ধ্বংসাবশেষ আলাস্কার নোম এলাকা থেকে ৩৪ মাইল দক্ষিণ-পূর্বে পাওয়া গেছে। উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে, তবে বিমানের পরিস্থিতি বিবেচনায় বাকিদের মৃতদেহ উদ্ধার সম্ভব নয় বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

আলাস্কার গভর্নরের শোকবার্তাএ ঘটনায় শোক প্রকাশ করেছেন আলাস্কার গভর্নর মাইক ডুনালিভি। তিনি বলেন, “আমি এবং আমার স্ত্রী রোজ ডুনালিভি— আমরা বেরিং এয়ার ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনায় মর্মাহত। নিহত যাত্রী, বিমানচালক ও তাদের স্বজনদের জন্য প্রার্থনা করছি।”

এই দুর্ঘটনার কয়েকদিন আগেই ২৯ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাকহক চপার এবং একটি বাণিজ্যিক বিমানের মুখোমুখি সংঘর্ষে ৬৮ জন যাত্রীসহ সবাই নিহত হয়েছিলেন। একের পর এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *