free tracking

পিনাকীকে হত্যার পরিকল্পনা করছে আওয়ামী লীগ!

লেখক ও ব্লগার পিনাকী ভট্টচার্য তার এক ভিডিতে বলেছেন, আমাকে হত্যার জন্য পরিকল্পনা করছে আওয়ামী লীগ।

তিনি বলেন, আমার মৃত্যু পরোয়ানা জারি হয়েছে, কীভাবে হয়েছে শুনেন। একটি অনলাইন মিটিংয়ের ভিডিওতে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা ছিলো। সেখানে একজন বলেন, ফ্রান্সের একটি আইনের কথা বলি, আপনি যদি কাউকে হত্যা করেন এখানে মৃত্যুদণ্ড দেয়া হয়না। ১০-১২ বছরের জেল হয় শুধু। ফ্রান্সে কি বাংলাদেশি মানুষ নাই। পিনাকী এইসব করছে আর বাংলাদেশি মানুষ বসে আছে। পিনাকীর গলা কেটে দেয়ার কথা বলেন ওই আওয়ামী লীগ কর্মী তখন।

সূত্রঃ https://youtu.be/hlNt4lOlAWg?si=pEw0-Wq_QOgeABT_

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *