free tracking

গতকাল যা দেখানো হয়েছে তা আয়নাঘরের বাস্তব চিত্র নয়! যা জানালেন ইলিয়াস!

প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন, আয়নাঘর পরিদর্শনের নামে জাতিকে বোকা বানানো হয়েছে। তিনি ইঙ্গিত করেছেন যে, অন্তবর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের পরিদর্শন করা আয়নাঘর আসল চিত্র প্রতিফলিত করে না।

ইলিয়াস হোসেন তার পোস্টে লিখেছেন, “আয়নাঘর দেখানোর নামে আসিফ নজরুল সরকার জাতির সাথে মশকারি করেছে! কাল যা দেখানো হয়েছে সেটা আয়নাঘরের আসল চিত্র না। আজ রাতে ব’ন্দিরা জানাবে বিস্তারিত।”

তার এই মন্তব্যে বোঝা যাচ্ছে, আয়নাঘরের প্রকৃত অবস্থা নিয়ে কোনো ধরণের গোপনীয়তা বা তথ্য গোপন করা হয়েছে বলে তার সন্দেহ। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে, আয়নাঘরে আটক ব্যক্তিরা হয়তো প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করবেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সরকার আয়নাঘরের বাস্তব পরিস্থিতি আড়াল করার চেষ্টা করছে, যেখানে বন্দিদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে।

তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আয়নাঘরের আসল চিত্র কী, বন্দিরা কী বলতে যাচ্ছেন তা জানতে অপেক্ষা করতে হবে ইলিয়াস হোসেনের ঘোষিত ‘আজ রাতের’ বক্তব্যের জন্য।

আসিফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *