free tracking

যুক্তরাষ্ট্রে একদিনে চাকরি হারালেন ৯ হাজার সরকারি কর্মকর্তা!!

যুক্তরাষ্ট্রে একদিনেই চাকরি হারিয়েছেন সাড়ে ৯ হাজার সরকারি কর্মকর্তা। শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় যেসব কর্মীরা চাকরির বয়স এক বছরের কম তাদের তালিকায় শুরুতে রাখা হয়েছে। এছাড়া যেকোন সময় চাকরি হারানোর ঝুঁকিতে আছেন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অন্তত চারশো কর্মকর্তা। সিবিএস নিউজ জানায় প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে উপদেষ্টা ইলন মাস্ক এই কর্মী ছাঁটাই শুরু করেছেন। গৃহায়ণ, জ্বালানি, কৃষি, স্বাস্থ্য ও মানবাধিকার বাদ যাচ্ছেনা কোনো সরকারি পরিদপ্তর।

চাকরিচ্যুত কর্মীরা অভিযোগ করেন, দেশের সরকারই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ট্রামের নতুন শাসনামলে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি দপ্তরে উপদেষ্টা পদে নিয়োগ পান ধনকুনের ইলন মাস্ক। তাকে দেয়া হয় সরকারি ব্যয় কমানোর দায়িত্ব।

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=j4VC6HSsHqA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *