পটুয়াখালীর বাউফল পৌর শহরে নিজ বাসভবনের সামনে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ লেখা সম্বলিত প্লাকার্ড ঝুলিয়েছেন সামুয়েল আহমেদ লেনিন নামে এক বিএনপি নেতা। তিনি উপজেলা বিএনপির কনিষ্ঠ যুগ্ম আহ্বায়ক।
আগামী ২১ মে বাউফল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বিভিন্ন মার্কার প্রার্থী ও প্রচারকর্মীরা তার বাসায় গিয়ে ভোট চাইতে আসেন। এ পরিস্থিতি থেকে এড়াতে তিনি ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ লিখে তার বাসার সামনের গেটে সাঁটিয়েছেন।
বিএনপি নেতা সামুয়েল আহমেদ লেনিন বলেন, ‘যেহেতু আমি বিএনপি নেতা, আমার দল এ সরকারের সময়ে সব ধরনের নির্বাচন বর্জন করেছে। আমি ভোট দেব না, আমার কাছে কেউ ভোট চাইলে বিব্রতবোধ করি। তাই এ পরিস্থিতি এড়াতে আমি বাসার গেটে এ ধরনের লেখা সাঁটিয়ে দিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী সময় সংবাদকে বলেন, ‘বাংলাদেশে নির্বাচনে একটি আইন রয়েছে। একজন ভোট নাও দিতে পারেন। কিন্তু অন্যকে ভোট দিতে বাধা দিতে পারবেন না। নিরুৎসাহী করতে পারবেন না। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply