মাঘ শেষে বৃষ্টির বার্তা নিয়ে হাজির হয়েছে ফাল্গুন। সঙ্গে নতুন রূপে সাজছে প্রকৃতি। এই অবস্থার মধ্যেই দেশজুড়ে টানা ৩ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরদিন বুধবার (১৯ ফেব্রুয়ারি) রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে।
এছাড়া আগামী বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর এই ৩ দিনে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আরও পড়ুন: দেশজুড়ে টানা বৃষ্টিপাত নিয়ে নতুন তথ্য দিলেন আবহাওয়াবিদ পলাশ
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে বুধ ও বৃহস্পতিবার শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকতে পারে। এরমধ্যে বুধবার তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে যেতে পারে।
সোমবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনেও দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Leave a Reply