২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ-বিদেশে “নীশিরাতের ভোট” নামে পরিচিত হয়। মধ্যরাতে ভোট শেষ হয়ে গেলেও দিনের বেলায় ব্যালট বাক্স ছিনতাই, ভোটারদের ওপর হামলা, জাল ভোট, প্রার্থীদের অপহরণসহ নানা অনিয়ম ঘটে। শেখ হাসিনার আশ্বাসে বিরোধী দলগুলো নির্বাচনে অংশ নিলেও তারা শূন্য হাতে ফিরে যায়।
গোয়েন্দা প্রতিবেদন অনুসারে, দুটি গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা নির্বাচনী কারচুপির পরিকল্পনায় যুক্ত ছিলেন। তাদের নেতৃত্বে মাঠপর্যায়ের কর্মকর্তারা অনিয়ম বাস্তবায়ন করেন, যার জন্য বিপুল অঙ্কের টাকা লগ্নি করা হয়। নির্বাচনের আগে অনেক জেলা কর্মকর্তাকে সরিয়ে অনুগতদের দায়িত্ব দেওয়া হয়, নির্বাচনের পর তাদের পুরস্কৃত করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এখন এই কর্মকর্তাদের ব্যাংক হিসাবসহ আর্থিক কার্যক্রম তদন্ত করছে। সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনার দাবি উঠেছে।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/18KAT95KFH/
Leave a Reply