free tracking

প্রতিটা থানায় যে নির্দেশনা দেয়ার কথা বললেন সাইয়েদ আব্দুল্লাহ!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের ছাত্র ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, দেশের প্রতিটি থানার ওসির বিগত ৫ মাসের কাজের রিভিউ নিতে হবে। এইটা মাস্ট। প্রতিমাসে দিন ধরে ধরে কতজনকে এরেস্ট করেছে তারা, সেই তালিকা নিয়ে কম্পেয়ার করতে হবে। তাদের ওপর কড়া নির্দেশনা রাখতে হবে টার্গেট ওয়ার্কে ব্যর্থ হতে থাকলে ইন্সট্যান্ট ক্লোজ করে নিতে হবে তাদেরকে। একটা থানায় ওসি ঠিক মানে ওই থানাই ঠিক হয়ে যায়! আর ওসি ঘাপলা মানে, ওই থানা এরিয়ার সবকিছুই ঘাপলা।
সরকার যদি আইনশৃঙ্খলা ঠিক করতে চায়, পুলিশের কনফিডেন্স ফেরানোর উদ্যোগ নিতে হবে। কয়েকবছর অবসর কাটানো রিটায়ার্ড অফিসারদের এনে এনে বড় বড় দায়িত্বশীল পদে বসিয়ে দিলে এক্সিজটিং অফিসারদের চেইন অব কমান্ড ভেঙে যেতে পারে। একটা ফোর্সের জন্য এটা খুব বাজে জিনিস। ইনফ্যাক্ট এটাই হয়েছে।

সূত্রঃhttps://www.facebook.com/share/p/15fSJMZApJ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *