free tracking

শব্দ বেশি হওয়ায় বাসরঘর ভাঙচুর, বরসহ ৪ জন আহত !

নাটোরের বাগাতিপাড়ায় বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ চারজন আহত হয়েছেন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা বরকে মারধর করে বাসরঘর থেকে বের করে দিয়েছে এবং আসবাবপত্র ভাঙচুর করেছে। তবে পুলিশ বলছে, মারধরের ঘটনা ঘটলেও বাসরঘর ভাঙচুরের অভিযোগ সত্য নয়।

ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাগাতিপাড়ার জয়ন্তীপুর গ্রামে মিন্টু আলী শাহ্-এর বাড়িতে।

স্থানীয়দের তথ্যমতে, মিন্টু আলীর ছেলে আরাফাত শাহ্ (২১)-এর বিয়ে হয় পার্শ্ববর্তী লালপুর উপজেলার ওয়ালিয়া ছোটময়না গ্রামের আব্দুল মজিদের মেয়ের সঙ্গে। বিয়ে উপলক্ষে দুই দিন ধরে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে নাচানাচি চলছিল।

প্রথম দিন একই গ্রামের আব্দুল আওয়াল শাহ্ বিষয়টি বরের বাবাকে জানালে তিনি সাউন্ড কমিয়ে দেন। কিন্তু দ্বিতীয় দিন রাতে আবারও উচ্চ শব্দে গান বাজানো শুরু হলে, আব্দুল আওয়াল শাহ্ তার ছেলেসহ কয়েকজন নিয়ে বিয়ে বাড়িতে এসে বরকে মারধর করেন এবং বাসরঘর থেকে বের করে দেন। অভিযোগ রয়েছে, তারা ঘরে ঢুকে আসবাবপত্রও ভাঙচুর করেন এবং অতিথিদের উদ্দেশ্য করে বলেন, “তোরা এখন গান বাজা, আমরা বাসর করবো!”

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুল আওয়াল শাহ্। তার দাবি, “দুই দিন ধরে উচ্চ শব্দে গান বাজিয়ে পুরো এলাকার মানুষকে ঘুমাতে দেওয়া হয়নি। আমরা শুধু তাদের গান বন্ধ করতে বলেছি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। তিনি জানিয়েছেন, “বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।”

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, “বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে নিজেদের স্বজনদের মধ্যেই সংঘর্ষ হয়েছে। বরপক্ষের লোকজনকে মারধর করা হয়েছে, তবে বাসরঘর ভাঙার অভিযোগ সত্য নয়।

সূত্র : https://youtu.be/ZsZoY6zvTZ4?feature=shared

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *