free tracking

বাইন্যান্স ক্রিপ্টোকারেন্সিতে শেখ মুজিবের নাম, ১৩১ ডলারের মালিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!

সম্প্রতি প্রবাসী সাংবাদিক জুলাকার নাইন সায়ের এর শেখ মুজিবকে নিয়ে একটি ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আজ বৃহস্পতিবার দেওয়া ওই পোস্টে জুলকার নাইন একটি ক্রিপ্টোকানেন্সির ছবিযুক্ত একটি ফটো শেয়ার করেন।

যেখানে ক্যাপশনে সায়ের লেখেন,এই কামডা করলো কেডা।

যেখানে দেখা যায় শেয়ার করা ছবিতে শেখ মুজিবের নাম রয়েছে,সাথে ইস্টিমেটেড ব্যালেন্স দেখায় ০.০০১৫২১১ ডলার। আর সব মিলিয়ে পুরস্কার দেখাচ্ছে ১৩১.৪২ ডলার।

রাকিব হাসান নামে একজন লিখেছেন, শেষবার ট্রানজেকশন হয়েছিল ১৯৭৫ এ। জানি না কেনো এই লোকটি আর বিনেন্স ইউজ করে নি। হয়তো অ্যাপ টি ভালো নয়

মোস্তফা নামের একজন বলছেন, ইনকামের আর কোনো রাস্তা না পেয়ে, বঙ্গবন্ধু বিটকয়েন লীগ চালু করছে ।নীলা নামের একজন বলেছেন আপাকে উৎসর্গ করে এই কয়েনের নাম রাখা হোক শেখের ‘বেটি কয়েন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *