free tracking

ভারতে পালিয়ে দেশকে অস্থিতিশীল করতে মৌচাকে ঠিল মারছে হাসিনা: অপর্ণা রায়

অপর্ণা রায় বলেছেন, ৫ আগস্টের পরিবর্তনের পর, দেশে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজা উৎসব সাড়ম্বরে পালন করলেও, শেখ হাসিনা তার অনুসারীদের মাধ্যমে আন্দোলন উসকে দেওয়ার চেষ্টা করেছেন।

অপর্ণা রায় বলেন, শেখ হাসিনা বিভিন্ন উপায়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যার মধ্যে শাহবাগসহ বিভিন্ন স্থানে আন্দোলন সংগঠিত করার প্রচেষ্টা রয়েছে। তিনি আরও বলেন, রিকশাচালক থেকে শুরু করে কলেজের শিক্ষার্থীদের ব্যবহার করে সরকারবিরোধী আন্দোলন সৃষ্টির চেষ্টাও করা হয়েছে।

অপর্ণা রায় বলেন, “হাসিনা ভারত থেকে বারবার আমাদের দেশের মৌচাকে ঠিল মেরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। তবে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ এবং ভবিষ্যতেও প্রতিহত করবো।”

তথ্যসূত্রঃ https://youtu.be/p_sNPc7AhPQ?si=GWIRkkAIHG3G2cjt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *