free tracking

ভারতীয় সাংবাদিককে মানুষের চাপা ক্ষোভের ইঙ্গিত দিলেন উপদেষ্টা মাহফুজ!

ঢাকায় বসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উপদেষ্টা মাহফুজের সাথে কথা বলেন ভারতীয় সাংবাদিক অর্ক দেব।অর্কের করা বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন উপদেষ্টা মাহফুজ।

সাংবাদিক অর্কের আরেক প্রশ্নে জানতে চান,: কীভাবে সরকারের প্রো-অ্যাক্টিভ পদক্ষেপ বিচার ব্যবস্থায় সমাজে ক্ষোভ কমাতে সাহায্য করতে পারে?

মাহফুজ: ১৫-২০ হাজার মানুষ আহত হয়েছেন, সেখানে ক্ষোভ থাকবে। মানে এটা পুরো বাংলাদেশের অবস্থা এখন, বিশেষ করে শহরাঞ্চলগুলোতে যেহেতু প্রচুর মানুষ গুলিবিদ্ধ হয়েছেন, মানুষের ভিতরে একটা চাপা ক্ষোভ এখনও রয়েছে। ওই ক্ষোভের বিপরীতে আছে বিচার।সরকারকে আরও প্রো-অ্যাক্টিভ হতে হবে বিচারের ক্ষেত্রে, গ্রেফতারের ক্ষেত্রে, যাতে ক্ষোভ না থাকে সমাজে। সমাজের ভিতরে যখন ক্ষোভ থাকে তখন বিভিন্ন জায়গা থেকে পুতুলনাচ করানো যায়। আমাদের মূল কাজ ক্ষোভের জায়গাগুলি শনাক্ত করে ফেলা। অনেকগুলো ক্ষোভের জায়গা রয়েছে শহিদ পরিবারগুলির। সবাই কিন্তু জানে না যে তাদের খুনিদের আসলেই সরকার গ্রেফতার করছে কিনা বা বিচার চলছে কিনা। বিচার কার্যক্রমটা আসলে আবার আমাদেরও কিছু সীমাবদ্ধতা। আইসিটি ট্রাইবুনাল চলছে, মানে আমরা যেহেতু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে চাইছি, চাইলে ছ’মাসে আমরা একটা রায় বের করে ফেলতে পারি না। হাসিনা হয়তো করেছেন কিন্তু আমরা করতে পারি না। আমাদের জাতিসংঘ দেখছে, অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো দেখছে। আমরা চাই যে তারা দেখুক। আমরা অবজার্ভেশনের জন্য ব্যবস্থা রেখেছি, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আসতে পারবেন, আন্তর্জাতিক আইনজীবীরা আসতে পারবেন আইসিটি ট্রাইবুনালের ভিতরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *