free tracking

স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে কুপিয়ে হত্যা!

ময়মনসিংহের ভালুকায় রিয়া আক্তার নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে উপজেলার বাটাজোর দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রিয়া ওই গ্রামের আব্দুর রশিদের মেয়ে। সে বাটাজোর বিএম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি দৈনিক বাংলাকে নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ‘দুপুরে বাড়ি থেকে পরীক্ষা দেয়ার জন্য স্কুলে যাচ্ছিল রিয়া। কিছু দূর যেতেই দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান এ কর্মকর্তা। তবে কেন এ হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *