free tracking

নায়িকা থেকে এখন সরকারি শীর্ষ কর্মকর্তা তিনি!

চার বছর বয়স থেকেই অভিনয় শুরু, এরপর পর্যায়ক্রমে কাজ করেছেন ৩০টিরও বেশি সিনেমায়। সিনেমায় কাজ করলেও তার তীব্র বাসনা ছিল ভারতের সর্বোচ্চ সরকারি প্রশাসনিক পদে যাওয়ার। এবং তা জয় করেছেন কন্নড় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এইচএস কীর্থনা।

বিনোদনের জগত তাকে যতই সাফল্য এবং জনপ্রিয়তা দিক না কেন, জীবনে সফলতার মানে তার কাছে সরকারি চাকুরীজীবি হওয়া।

তাই বাবার ইচ্ছে পূরণ করতে তিনি হয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের শীর্ষ কর্মকর্তা।

২০১৯ সালে আইএস পরীক্ষায় সফল হয়ে সফল কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা হয়েছেন কন্নড় সিনেমার এ নায়িকা। সিনেমায় কাজ করার ফাঁকে ফাঁকেও তিনি এর আগে পাঁচবার এ পরীক্ষা দিয়েছিলেন। প্রতিবারই ব্যর্থ হয়েছিলেন।

কিন্তু এই ব্যর্থতাই তাকে সাফল্যের শিখরে নিয়ে গেছে।

কর্ণাটকের বাসিন্দা কীর্থনা জনপ্রিয় টিভি শো ‘কাপুরদা গম্ভে’, ‘গঙ্গা যমুনা’, ‘মদ্দিনা আলিয়া’, ‘উপেন্দ্র’, ‘সার্কেল ইন্সপেক্টর’, ‘লেডি কমিশনার’, ‘হাব্বা’সহ একাধিক টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন। তার ঝুলিতে রয়েছে ৩০টির বেশি ব্যবসাসফল সিনেমার নাম, যা তাকে একসময় ব্যাপক পরিচিতি এনে দেয়।

সরকারি চাকরিতে যোগদানের পর অভিনয়কে বিদায় জানান কীর্থনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *