free tracking

সারজিসদের নিয়ে বিএনপি নেতার বিস্ফোরক মন্তব্য!

নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সম্প্রতি সোশ্যাল মিডিয়াভিত্তিক টকশো ‘ফেস দ্য পিপল’–এ সারজিসদের বিষয়ে মন্তব্য করে বলেছেন, “ওরা আসলে শিবিরকর্মী। ওরা ছাত্রলীগে গিয়ে আশ্রয় নিয়েছে। নিজেরাই সেটা বলছে।”

তিনি আরো উল্লেখ করেন, “সারজিস আলমের কথা বলবো, সে শিবিরের আদর্শের ছেলে। সে ছাত্রলীগ করছে।”

নির্বাচন হলে সবকিছু খোলাসা হয়ে যাবে উল্লেখ করে ফজলুর রহমান আরো বলেন, এদেরকে দিয়ে যারা কথা বলায়, ক্ষমতায় এখন থাকতে চায় বিনা নির্বাচনে; এটা তাদেরই একটা তরুণ শাখা, যুব শাখা। যেটার নাম ছাত্রশিবির। যুব শাখাটার নাম অত শুনা যায় না, এটা তাদেরি একটা তরুণ শাখা।

ভাসমান কথা বলি না উল্লেখ করে এক কালের তুখুড় এ ছাত্রনেতা বলেন, “ওরা ছাত্রলীগে গিয়ে আশ্রয় নিয়েছে।নিজেদেরকে লুকায়িত করছে এটা নিজেরাই বলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *