free tracking

মুশফিকের অবসরের পর যা বললেন তার স্ত্রী!

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। তার বিদায়ে আবেগি বার্তা দিয়েছেন স্ত্রী জান্নাতুল কেফায়েত মন্ডি। সোস্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ওজু ছাড়া ব্যাট-বল ধরেন না মুশফিক। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, সমালোচনা যেন কারো কান্নার কারণ না হয়।ক্রিকেট খেলোয়াড়দের জার্সি

মন্ডি লিখেছেন- ওয়ানডে ক্রিকেট থেকে তোমার বিদায় আনন্দের হোক এই প্রত্যাশা করি। অসাধারণ ওয়ানডে ক্যারিয়ার পার করেছ তুমি। নিজে থেকে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে দেখেছি। গুরুত্বপূর্ণ ম্যাচে ভাঙা পাঁজর নিয়ে খেলেছ, একসঙ্গে ২০টা পর্যন্ত ব্যথানাশক খেয়েছ।

তুমি কখনো নিজের জন্য নয়, দল ও দেশের জন্য খেলেছ। পাশে এমন একজন সৎ মানুষ পাওয়া আমার জন্য আর্শীবাদ, যে ওজু না করে ব্যাট-বল স্পর্শ করে না। তুমি অসাধারণ ফ্যামিলি ম্যান। বাচ্চাদের খুব প্রিয় মানুষ। শাহরোজ তোমার গুবাবলি পাবে এবং তোমাকে জীবনের আদর্শ করবে এমনই আমার চাওয়া।

জানি এটা তোমার জন্য কঠিন সিদ্ধান্ত। তবে আরও ভালো সময় অপেক্ষা করছে তোমার জন্য। এখন পর্যন্ত তুমি যা কিছু করেছ, তাতে পরিবার তোমার প্রতি পুরোপুরি সন্তুষ্ট, বাকি পৃথিবী তোমাকে নেতিবাচকভাবে নিলে নিক। সমালোচকদের আমি বলবো- সমালোচনা এমনভাবে করবেন না, যেন কাউকে নামাজের পাটিতে বসে কাঁদতে হয়। আমরাও মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *