রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও স্ত্রীর করণীয় কী এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, রোজা রেখে কেউ যদি সহবাস করে ফেলেন, তাহলে উভয়কে একটি রোজা রাখতে হবে, এছাড়া কাফফারা স্বরুপ তাদের ৬০টা রোজা রাখতে হবে, নিরবিচ্ছিন্নভাবে। মাঝে যদি একটা রোজাও ভাঙা হয়, তাহলে আবার নতুন করে শুরু করতে হবে।
আর যদি সেরকম তৌফিক তাদের না হয়, তাহলে ৬০জন মিসকিনকে তাদের খাওয়াতে হবে। অর্থাৎ একেকজনে ৬০জন করে দুইজনের ১২০ জনকে খাওয়াতে হবে, যদি কখনো সহবাসের মাধ্যমে রোজা ভাঙা হয়ে যায়।
Leave a Reply