free tracking

রোজা রেখে খেলতে নেমে রেকর্ড গড়লেন ইয়ামাল,চমক দেখালো বার্সা!

বেনফিকার মাঠে প্রথম লেগে ১-০ তে জিতে কাজটা এগিয়ে রেখেছিলেন তারা। অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে বেনফিকাকে পাত্তাই দিল না বার্সেলোনা। লামিন ইয়ামাল ও রাফিনহা রেকর্ড গড়া রাতে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে কাতালানরা।

ম্যাচের ১১ মিনিটের মাথায় এগিয়ে যায় বার্সা। বেশ কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতর পাশ দেন ইয়ামাল। সেখানে বল পেয়ে গোল করতে ভুল করেননি রাফিনহা। বেনফিকা অবশ্য ম্যাচে ফিরেছিল দুই মিনিট পরেই। ১৩ মিনিটে গোল করে বার্সাকে কিছুটা অস্বস্তিতে ফেলেন নিকোলাস অটামেন্ডি। দারুণ এক হেডে বল জড়ালে উল্লাসে মাতে বেনফিকা।

২৭ মিনিটে আবার বার্সাকে এগিয়ে দেন ইয়ামাল। দারুণ এক শটে বল জড়িয়ে বার্সার লিড ফিরিয়ে আনেন তিনি। এই গোলেই অনন্য এক রেকর্ড গড়েছেন ইয়ামাল। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে একই ম্যাচে গোল ও অ্যাসিস্টের রেকর্ড গড়লেন তিনি। ইয়ামাল এটি করেছেন ১৭ বছর ২৪১ দিনে। তিনি ভেঙেছেন ২০১৪ সালে এফসি বাসেলের হয়ে ১৭ বছর ২৬৩ দিন বয়সী ব্রিল এমবোলোর করা রেকর্ড।

হাফ টাইমের ঠিক আগে নিজের দ্বিতীয় গোলের দেখা পান রাফিনহা। ৪২ মিনিটে আলেহান্দ্রোর অ্যাসিস্টে গোল করে রেকর্ড গড়েছেন রাফিনহাও।এটি এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে তার ১১তম গোল। প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে এক মৌসুমে ১০ বারের বেশি গোল করার কীর্তি গড়লেন তিনি। ১০টি করে গোল আছে নেইমার, রিভালদোসহ ৫ জনের।

দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি দুই দলের কেউই। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বার্সা। দুই লেগ মিলিয়ে তারা জিতেছে ৪-১ ব্যবধানে। রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের পর তৃতীয় দল হিসেবে ২০ বারের বেশি কোয়ার্টার ফাইনাল খেলার রেকর্ড গড়ল বার্সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *