free tracking

বিনা অনুমতিতে ৭ দিনের বেশি অনুপস্থিত থাকলেই বরখাস্ত!

নিজস্ব প্রতিবেদক : বিনা অনুমতিতে যৌক্তিক কারণ ছাড়া সাত দিনের বেশি অনুপস্থিত থাকলেই চাকরি থেকে বরখাস্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (১৮ মার্চ) নগরের টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় মেয়র এ ঘোষণা দেন। এ সময় মশার উপদ্রব থেকে জনগণকে বাঁচাতে প্রতিদিন দুবার করে মশা নিয়ন্ত্রণের ওষুধ ছিটানোর নির্দেশ দিয়েছেন মেয়র শাহাদাত হোসেন।

মেয়র বলেন, মশার ওষুধের পূর্বের ঘাটতি মেটাতে পর্যাপ্ত ওষুধ সংগ্রহ করা হয়েছে। বর্তমানে মশার প্রাদুর্ভাবের কারণে, জনগণকে ডেঙ্গু ও কিউলেক্স থেকে রক্ষায় প্রতিদিন দুবার ওষুধ ছিটানো হচ্ছে। মশা নিয়ন্ত্রণে ওষুধ ক্রয়, যন্ত্রপাতি সংগ্রহ ও নতুন কৌশল খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি বলেন, আমি নিজে মাঠ পর্যায়ে মশার ওষুধ ছিটানোর কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রতিটি ওয়ার্ড থেকে তথ্য সংগ্রহ করছি। এ সময় কর্তৃপক্ষকে না জানিয়ে যৌক্তিক কারণ ছাড়া ৭ কর্মদিবস অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরি হারাবেন বলেও জানান তিনি।

শাহাদাত হোসেন বলেন, ‘সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের জন্য ঠিকাদার কর্তৃক নির্মিত অস্থায়ী বাঁধের কারণে কোথাও কোথাও হঠাৎ করে পানি উঠে রাস্তা ডুবে যাচ্ছে। এমন কোনো ঘটনা ঘটলে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করেছেন মেয়র।’

মেয়র বলেন, ‘ওয়ার্ডে ওয়ার্ডে অভিযান চালানোর ফলে নগরের পরিচ্ছন্ন কার্যক্রমে উন্নতি লক্ষ করা গেলেও, আসন্ন বর্ষায় জলাবদ্ধতা ও মশা নিয়ন্ত্রণে ওয়ার্ডভিত্তিক মনিটরিং অব্যাহত থাকবে। ১০০ পিস ফগার মেশিন ও ১২০ পিস স্প্রে মেশিন কেনা হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন ব্যাংক চসিকের ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে অত্যাধুনিক ফগার মেশিন দান করেছে। আরও কিছু প্রতিষ্ঠানও এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে।’

সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মাসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *