সরকারি অর্থায়নে নির্মিত ‘মুজিব’ সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার কারণে ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর সমালোচনার মুখে পড়েছিলেন নুসরাত ফারিয়া। সম্প্রতি প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুলেছেন তিনি।
একটি পডকাস্ট শোতে তাকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার কারণে কি তিনি অনুশোচনায় ভুগছেন?
নুসরাত ফারিয়া ইংরেজিতে বলেন, “আমি বলতে চাই, এখানে অনুশোচনার মতো কিছু নেই। আমরা শিল্পীরা ভোর সাড়ে ৫টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম হয়। বিশেষত এই সিনেমার জন্য ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাঁচ বছর ধরে একই লুকে নিজেকে মেইনটেইন করেছি।”
তিনি আরও বলেন, “এই দীর্ঘ সময় চুলে কোনো রং করিনি, কালো চুল নিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে হয়েছে। একটি নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে। আমি বলতে চাই, এই সিনেমার জন্য আমি আমার জীবনের ৫টি বছর দিয়েছি। যদি এখন এই কাজটির জন্য অনুশোচনা করি, তাহলে আমার পেশাকেই অপমান করা হবে।”
নুসরাত ফারিয়া বলেন, “সিনেমাটির জন্য যে পরিস্থিতি আমি পার করেছি বা এখনও করছি, তা আমার ভাগ্যে লেখা ছিল। এটি খণ্ডানোর ক্ষমতা ছিল না আমার। একটি দেশের সরকারি পর্যায় থেকে কাজের প্রস্তাব আসলে, তা নিজের পছন্দ না হলেও তা গ্রহণ করা হয়।”
এছাড়া, শোতে তাকে ছাত্র আন্দোলনে তার ভূমিকা নিয়েও প্রশ্ন করা হয়। এ বিষয়ে তিনি বলেন, “আমি তখন কানাডায় কিছু শো করতে গিয়েছিলাম। ভুল সবসময়ই ভুল। আমার কাছে মনে হয়েছে, তখন ছাত্রদের পক্ষে পোস্ট করেছি আমি। আমার সোশ্যাল মিডিয়ায় ঘুরলে সেটি দেখতে পাবেন।”
Leave a Reply