free tracking

আমি আসলে সুগার মাম্মি হওয়ার যোগ্য!

জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী পারশা মেহজাবিন সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

সাক্ষাৎকারের একটি অংশে তাকে জিজ্ঞেস করা হয়, গুগলে তার সম্পর্কে সবচেয়ে বেশি কী কী অনুসন্ধান করা হয়। জবাবে পারসা জানান, তার পুরো নাম পারশা মেহজাবিন পূর্ণী। পারশা নামের অর্থ হলো পবিত্র বা বিশুদ্ধ, আর ফরাসি ভাষায় এর অর্থ ছোট ফুল।

পড়াশোনার প্রসঙ্গে তিনি বলেন, “আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ব্যবসায় (BBA in International Business) পড়ছি। বর্তমানে সপ্তম সেমিস্টারে আছি। পাশাপাশি সংগীতচর্চা করি এবং সম্প্রতি চলচ্চিত্রেও কাজ করেছি।”

পারশা জানান, তার গ্রামের বাড়ি দিনাজপুরে হলেও জন্ম ও বেড়ে ওঠা বাবার চাকরিসূত্রে বগুড়ায়। তার পছন্দের নিজের গাওয়া গানগুলোর মধ্যে রয়েছে ‘যদি তুমি আমার হতে’ ও ‘মানুষ পাখি’, যা বেশ জনপ্রিয়তা পেয়েছে।

সাক্ষাৎকারের একপর্যায়ে তাকে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বর্তমানে তিনি সিঙ্গেল। তবে সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল ‘পারশা মেহজাবিনের সুগার ড্যাডি’ সংক্রান্ত। এ প্রসঙ্গে পারশা রসিকতা করে বলেন, “আমি আসলে সুগার মাম্মি হওয়ার যোগ্য। সুগার ড্যাডি দরকার নেই, আমি নিজেরটা নিজেই করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *