free tracking

ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান!

অনেকেই আছেন যারা প্রতিদিন চুলে পানি লাগাতে চান না বা শ্যাম্পু করতে চান না। কিন্তু এই অসহনীয় গরমে উপায় না পেয়ে প্রতিদিনই ব্যবহার করতে হচ্ছে শ্যাম্পু। একদিন চুলে শ্যাম্পু না দিলেই ঘাম বসে চুলকানি হচ্ছে বা চটচটে হয়ে যাচ্ছে চুল। নিয়মিত শ্যাম্পু ব্যবহারের ফলে চুল পরিষ্কার হলেও রুক্ষতা দিনদিন বেড়েই চলেছে। আবার তীব্র রোদে চুল ভেঙে যাওয়া ও রুক্ষতার কারণে আগা ফেটে যাওয়ার সমস্যাও ভোগাচ্ছে বেশ। রুক্ষ চুলে প্রাণ ফেরাতে কয়েকটি হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন এই সময়।

একটি পাকা কলার সঙ্গে ১ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে ব্লেন্ড করে নিন। হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। মোলায়েম হবে চুল।

মেথি সারারাত পর্যাপ্ত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন বেটে চুলে লাগিয়ে নিন। ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

১টি ডিমের কুসুমের সঙ্গে ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে তোয়ালে দিয়ে জড়িয়ে রাখুন চুল। ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল নিন এক কাপ পরিমাণ। এর সঙ্গে ৩ টেবিল চামচ নারকেল তেল ও কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। এক ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। চুলের শুষ্কতা দূর হবে।

আধা কাপ টক দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে ভেজা চুলে লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।

সপ্তাহে অন্তত দুইদিন সময় নিয়ে তেল ম্যাসাজ করুন চুলে। সারারাত রেখে পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সেরাম ব্যবহার করাও জরুরি।

শ্যাম্পু শেষে কন্ডিশনার ব্যবহার করা খুব জরুরি। হাতে সামান্য কন্ডিশনার নিয়ে চুলে ভালো করে লাগান। মিনিট খানেক অপেক্ষা করে ধুয়ে ফেলুন পানি দিয়ে।

চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। শ্যাম্পু ভালো করে ধুয়ে ২ কাপ পানিতে ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে আবার ধুয়ে নিন চুল।

নারকেলের তেলের সঙ্গে ভিটামিন ই অয়েল মিশিয়ে ম্যাসাজ করুন চুলে। ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।

জেনে নিন :

* প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করলে শ্যাম্পুর সঙ্গে কিছুটা পানি মিশিয়ে নিন।

* কন্ডিশনার একটু বেশি সময় রাখুন চুলে। এতে চুলের রুক্ষতা কমবে।

* চুলে তাপপ্রদানকারী যন্ত্র যেমন স্ট্রেইটনার বা হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।

* বাইরে বের হওয়ার সময় চুল ঢেকে রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *