দিন কয়েক আগে দেশের শোবিজ তারকাদের অংশগ্রহণে আয়োজন করা হয় ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’। এই আয়োজনে অশ্লীলতার অভিযোগ এনে ৬ মডেল-অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা হলেন:
মারিয়া মিম
সিনথিয়া ইয়াসমিন
কেয়া পায়েল
মারুফা আক্তার জামান
শাম্মি ইসলাম নিলা
আলিশা
অভিযোগের জবাবে ক্ষোভ প্রকাশ মডেল মারিয়া মিমের
এ ঘটনার পর নিজের অবস্থান পরিষ্কার করে মডেল মারিয়া মিম ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, জাকির হোসেন শুধু ভাইরাল হওয়ার জন্যই তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন।
মারিয়া মিম বলেন,
‘প্র্যাকটিসে আমি কী পরে যাবো, সেটা আমার ব্যক্তিগত চয়েস। মাঠে তো জার্সি পরেই খেলতে যাই। কিন্তু ব্যক্তিগতভাবে কোথায় কী পরব, সেটা সম্পূর্ণ আমাদের পছন্দের বিষয়। এখানে অশ্লীলতার প্রশ্নই আসে না।’
নিজেকে নির্দোষ দাবি করে তিনি আরও বলেন,
‘আমাদের কোনো দোষ নেই। যদি মামলা করতেই হয়, তাহলে গণমাধ্যমের বিরুদ্ধে করা উচিত। খেলা চলাকালীন আমাকে যা প্রশ্ন করা হয়েছে, আমি সেটাই উত্তর দিয়েছি।’
মানহানির মামলা করার ঘোষণা
মারিয়া মিম জানিয়েছেন, লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবী জাকির হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা করবেন তিনি। তার ভাষায়,
‘তার কর্মকাণ্ডে আমার ব্যক্তিগত ও পেশাগত মানহানি হয়েছে। বিশেষ করে তার বক্তব্যের পর আমার পুরোনো ক্লিপগুলো নতুন করে ভাইরাল হয়েছে।’
তিনি আরও বলেন,
‘অশ্লীলতা বলে যে ভিডিওগুলো ছড়ানো হয়েছে, সেগুলো আসলে ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপের সময়ের। কেউ মোবাইলে ধারণ করে সেগুলো ছড়িয়েছে। কিন্তু আইনজীবী যেভাবে বিষয়টি উপস্থাপন করেছেন, তাতে আমার সম্মান ক্ষুণ্ণ হয়েছে।’
ভাইরাল হওয়ার জন্যই নোটিশ?
এই বিষয়ে মারিয়া মিমের মন্তব্য,
‘জাকির হোসেন ভাইরাল হতেই আমাদেরকে আইনি নোটিশ পাঠিয়েছেন। খেলা শেষ হওয়ার পর সে এসব বিষয় সামনে এনেছে। আমার মনে হয়, তার আসলে কোনো কাজ নেই বলেই এমনটা করেছেন।’
‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’-এর ফাইনাল ও জয়ী দল
উল্লেখ্য, মঙ্গলবার (১৩ মে) ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হয় এবারের ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ আসর। চ্যাম্পিয়ন হয়েছে গিগাবাইট টাইটানস। এই দলে খেলেছেন:
সিয়াম আহমেদ
শরিফুল রাজ
মেহজাবীন চৌধুরী
মৌসুমী হামিদ
Leave a Reply