free tracking

টি-টোয়েন্টিতে এমন হার আগে দেখেনি ক্রিকেটের দুনিয়া!

টি-টোয়েন্টি ২০০ রান চেজ করা জেতাটাই হয়ত অনেক বড় একটা গল্প। হালের টি-টোয়েন্টিতে এমন চিত্রটা নিয়মিত বটে, তবে সেটা বেশ বলার মতো ঘটনা সবসময়ের জন্য। যেমনটা গতকাল সোমবার ঘটলো শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। ঐতিহাসিক এই স্টেডিয়ামে বলার মতো অনেক ম্যাচই হয়েছে। তার মাঝে বাংলাদেশ বনাম আরব আমিরাতের ম্যাচটা একটু আলাদা করেই জায়গা পাবে নিশ্চিত।

সহযোগী দেশগুলোর কাছে হার বাংলাদেশের জন্য একেবারেই নতুন কিছু নয়। গেল বছরেই যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের রেকর্ড আছে। তবে সোমবারের ম্যাচটা বাংলাদেশ ক্রিকেটকেই ভিন্ন রকমের এক লজ্জায় ফেলে দিলো।

আগে ব্যাট করে বাংলাদেশের স্কোর ছিল ২০৫ রান। আর বিপরীতে আরব আমিরাত সেই ম্যাচ জিতে নেয় এক বল হাতে রেখে। সেইসঙ্গে ক্রিকেট দুনিয়া নতুন এক পরিসংখ্যানের খোঁজও পেয়েছে। টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো আইসিসির সহযোগী কোনো দেশ টেস্ট প্লেয়িং দেশের ২০০ এর বেশি দেয়া টার্গেট চেজ করে ম্যাচ জিতেছে।

এর আগে টেস্ট প্লেয়িং দেশের বিপক্ষে সহযোগী দেশের সর্বোচ্চ রানতাড়া ছিল ১৯১ রানের। ২০১৫ সালে জিম্বাবুয়ের দেয়া এই টার্গেট চেজ করে ম্যাচ জেতে আফগানিস্তান। আর গতকাল আরব আমিরাত পার করেছে বাংলাদেশের ২০৬ রানের টার্গেট। স্বাভাবিকভাবেই, আইসিসির কোনো সহযোগী দেশের জন্য পূর্ণ সদস্যের দেশের বিপক্ষে সর্বোচ্চ রানতাড়াও এটি।

এছাড়া আরব আমিরাতের মাঠে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ২০০-এর বেশি রানতাড়া করে জয়ের ঘটনা এটি। দুর্ভাগ্যবশত আগের রেকর্ডেও ছিল বাংলাদেশেরই নাম। ২০২২ এশিয়া কাপে বাংলাদেশের ১৮৪ রানের টার্গেট ৪ বল বাকি রেখে জিতেছিল শ্রীলঙ্কা। সেটাকেই গতকাল টপকেছে আরব আমিরাতের ক্রিকেটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *