free tracking

মহার্ঘ ভাতার বিষয়ে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা!

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে। এজন্য একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আগামী ২০২৫-২৬ অর্থবছরেই এ ভাতা ঘোষণা করা হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ড. সালেহউদ্দিন বলেন,“মহার্ঘ ভাতার বিষয়টি আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। কমিটিকে এ বিষয়ে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। কিছুটা সময় লাগলেও আমরা আশা করছি, নতুন অর্থবছরে ঘোষণা দিতে পারব।”

তবে ভাতার হার কেমন হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কিছু না বললেও জানান,“এটা এখনই বলা যাবে না। এটা বললে তো সব কিছু বলা হয়ে যাবে। আমরা বিষয়টি ওয়ার্কআউট করছি। সব চূড়ান্ত হলে কেবিনেটে যাবে, পরে প্রধান উপদেষ্টা অনুমোদন দেবেন।”

সাম্প্রতিক সময়ে ১০ থেকে ১৫ শতাংশ মহার্ঘ ভাতার কথা আলোচনায় এসেছে—এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন,“কত শতাংশ হবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি।”

সরকারি চাকরিজীবীদের হতাশা নিয়ে প্রশ্ন করা হলে ড. সালেহউদ্দিন বলেন,“হতাশ হওয়ার সুযোগ নেই। আমরা বিষয়টি বিবেচনা করছি।”

‘তাহলে বলা যায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর আসছে’—এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন,“এমন কিছু এখনই বলার দরকার নেই, তবে আমরা ইতিবাচকভাবে বিষয়টি দেখছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *