ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে বিচারাধীন মামলার প্রথম রায় চলতি বছরের আগস্ট মাসের মধ্যে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
শুক্রবার (২৩ মে) দুপুরে ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, ‘জুলাই-আগস্ট ২০২৫ এ আমরা জাতীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপন করবো, ইনশাল্লাহ। একই সময় আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার প্রথম বিচারের রায় আলোর মুখ দেখতে পাবে বলে আশা করি। ইনশাআল্লাহ আমরা হারবো না, আমাদের হারানো যাবে না।’
তিনি আরও বলেন, ‘সব দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল-মে মাসের মধ্যে অনুষ্ঠিত হবে বলে আশা করি। এসময় সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।’
Leave a Reply