উরুগুয়েকে পেছনে ফেলে সর্বোচ্চ ১৬ বারের চ্যাম্পিয়ন হবার সুযোগ মেসির দলের সামনে। আর পুরো আসরে দুর্দান্ত খেলা কলম্বিয়ার সামনে দ্বিতীয় ট্রফির হাতছানি।এমন ম্যাচে নামার আগে নিজেদের শুরু একাদশ জানিয়ে দিয়েছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। সোমবার (১৫ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভোর ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও আধা ঘণ্টার জন্য পিছিয়ে দেয়া হয়েছে ম্যাচ শুরুর সময়।
কারণ হিসেবে জানানো হয়েছে স্টেডিয়ামে খেলোয়াড়দের প্রবেশের সময় উচ্ছৃঙ্খল কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে পড়ে মায়ামির হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা। কলম্বিয়ান অধ্যুষিত সেই অঞ্চলের অনেকেই ফাইনালের ভেন্যুতে প্রবেশের চেষ্টা চালান। ফলে তৈরি হয় এক বিশৃঙ্খল পরিবেশের।
সোমবার (১৫ জুলাই) কনমেবল সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে জানানো হয়, যাদের টিকিট নেই তারা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। আবার অ্যাক্সেস চালু হলে শুধুমাত্র যারা টিকিট কিনেছেন তারা প্রবেশ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফাইনাল ম্যাচটি শুরু হতে ৩০ মিনিট বিলম্বিত হবে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা)।
Leave a Reply