free tracking

ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো ভারত! যা জানা গেলো

মার্কিন যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে ভারতীয় আকাশসীমা ব্যবহার করেছে—এমন অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছে আন্তর্জাতিক পরিমণ্ডল। একাধিক আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

সূত্র বলছে, মার্কিন বিমান বাহিনীর কৌশলগত বিমানগুলো গুয়াম দ্বীপ থেকে উড়াল দিয়ে আন্দামান সাগর ও মধ্য ভারতের আকাশসীমা পেরিয়ে ইরানে হামলা চালায়। হামলার লক্ষ্য ছিল ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা।

প্রতিরক্ষা বিশ্লেষকদের অনেকে মনে করছেন, ভারতীয় আকাশসীমা ব্যবহার যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে গভীর কৌশলগত সম্পর্কের ইঙ্গিত হতে পারে। একজন আঞ্চলিক বিশ্লেষক বলেন, “এই ধরনের সহযোগিতা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে।”

এই অভিযোগ সামনে আসার পর বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতকে “বিশ্বাসঘাতক” হিসেবে আখ্যা দিয়ে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ।

বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক ও নিরাপত্তা বিশ্লেষক মেহেদী হাসান পলাশ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন:

“ইরান চাবাহার বন্দর ভারতের হাতে তুলে দিয়েছিল চীনের প্রস্তাব উপেক্ষা করে। আজ চীন পাশে দাঁড়াল, আর ভারত যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিল—ইরানের জন্য এটি একটি বড় শিক্ষা।”

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) দাবি করেছে, এই অভিযোগ “সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর”। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, PIB-এর ফ্যাক্ট চেক ইউনিট নিশ্চিত করেছে যে, ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর সময় যুক্তরাষ্ট্র ভারতীয় আকাশসীমা ব্যবহার করেনি।

২১ জুন রাতে দেওয়া এক টেলিভিশন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি শান্তিতে না আসে তবে ভবিষ্যতে আরও বড় হামলার মুখোমুখি হতে হবে।

পেন্টাগন সূত্র জানায়, অভিযানে অংশ নেয় ১৪টি বাঙ্কার-বাস্টার বোমা, ২০টিরও বেশি টমাহক ক্ষেপণাস্ত্র ও ১২৫টির বেশি সামরিক বিমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *