সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে—“আমি মারা গেলে নিজের দেশে আজিমপুর কবরস্থানে হলেও আমাকে দাফন করিও”। ফটোকার্ডটিতে দেশের অন্যতম একটি সংবাদমাধ্যম একাত্তর টিভির লোগো ব্যবহার করা হয়েছে, যা বিষয়টিকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে অনেকের কাছে। তবে এটি কতটা সত্য?
ফ্যাক্টচেক গ্রুপ রিউমর স্ক্যানার অনুসন্ধান করে জানায়—শেখ হাসিনা এমন কোনো বক্তব্য সাম্প্রতিক সময়ে দেননি, এবং একাত্তর টিভিও কখনো এ ধরনের ফটোকার্ড বা খবর প্রকাশ করেনি।
১৯ জুন ২০২৫ তারিখে একাত্তর টিভির আসল ফটোকার্ড ছিল: “শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত শুনানির জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ”।
এই ফটোকার্ডের লোগো, তারিখ ও ছবির মিল থাকলেও ভাইরাল ফটোকার্ডে লেখা অংশটি ডিজিটালি এডিট করে মিথ্যা বার্তা ছড়ানো হয়েছে।
তদন্তে দেখা যায়, ফন্ট ও বাক্যের গঠনেও পার্থক্য রয়েছে, যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় এটি একটি বিকৃত কনটেন্ট।
আসল প্রতিবেদনে বলা হয়—শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানিতে একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছে। কোনো অংশেই “কবর চাওয়ার” বিষয়টি উঠে আসেনি।
একাত্তর টিভির নাম ব্যবহার করে তৈরি ভাইরাল ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া। এটি একটি বিকৃত তথ্যচিত্র যা ডিজিটালভাবে সম্পাদিত।
Leave a Reply