শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তা/কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি-সদস্যদের শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি আবেদন না করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবার এ চিঠি প্রধান শিক্ষক, অধ্যক্ষ, মাউশির আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক (মাধ্যমিক) জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কোনো কর্মকর্তা/কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকা, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি/সদস্যকে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা থেকে বিরত থাকার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের গত ৩০ জুন নির্দেশনা দেওয়া হয়।
এ অবস্থায় ওই নির্দেশনা অনুযায়ী অধিদপ্তরের আওতাধীন কোনো কর্মকর্তা/কর্মচারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকা, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি/সদস্যদের সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Leave a Reply