free tracking

খালেদের স্ত্রী আগেই বলেছিলেন, ‘তুমি সেরা হবে’

গায়না অ্যামাজন ওয়ারিওর্সের বিপক্ষে ৩৬ রানে নিয়েছিলেন ৪ উইকেট। হোবার্ট হ্যারিক্যান্সের বিপক্ষে সেই খালেদ আহমেদ আরও ধাঁরালো। গতি আর বাউন্সের মিশেলে ২৬ রান খরচায় নেন ৪ উইকেট। গ্লোবাল সুপার লিগে দুটি ম্যাচেই রোমাঞ্চকর জয় পেয়েছে রংপুর রাইডার্স। দুটিতেই সেরা হয়েছেন খালেদ।

কুড়ি কুড়ির ক্রিকেটে দাপুটে সময় কাটানো খালেদ এখন টুর্নামেন্টের দ্বিতীয় শীর্ষ উইকেটশিকারী। এক ম্যাচ বেশি খেলা ইমরান তাহিরের সংগ্রহে ১০ উইকেট। দুই ম্যাচে ৭.৭৫ গড়ে খালেদের কোর্টে ৮ উইকেট। হোবার্টকে হারানোর দিনেও রংপুর রাইডার্সের বোলার ছিলেন দুর্দান্ত। অবশ্য ম্যাচ শুরুর আগেই ভবিষদ্বানী করে রেখেছিলেন খালেদের স্ত্রী, ‘তুমি ম্যাচ সেরা হবে।’

টানা দুই ম্যাচে ৪টি করে উইকেট তুলে নিয়েছেন খালেদ। ছবি: সংগৃহীত
১৫১ রানের পুঁজি নিয়ে রোববার আরেকটি রোমাঞ্চ চড়ানো জয় পায় রংপুর। গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে জয়টি আসে ১ রানের। তাতে টেবিলের শীর্ষে উঠেছে নুরুল হাসান সোহানের দল। অমন ম্যাচে ৪ উইকেট নেওয়া খালেদের বন্দনা অধিনায়ক থেকে কোচের কণ্ঠে।

নিজের কাজটা করতে পেরে খুশি খালেদও। ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে রোববার স্ত্রীর কথাও স্মরণ করেছেন, ‘ম্যাচের আগে আমার স্ত্রীর সাথে ফোনে কথা বলছিলাম। তিনি বলেছিলেন, আজ তুমি ম্যান অব দ্যা ম্যাচ হবে। আলহামদুলিল্লাহ। আমার স্ত্রীর একটি কথা উল্লেখ করতে চাই। সে প্রতিদিনই বলে—তুমি সেরা, তুমি সেরা। যখন আমি মাঠে খেলত আসি তার আগে সে ফোন করে বলেছিল—ইনশাআল্লাহ তুমিই ম্যাচ সেরা হবে। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে।’

৫ দলের টুর্নামেন্টে ৪ পয়েন্ট নিয়ে রংপুর শীর্ষ দুইয়ে। তিন ম্যাচে ৪ পয়েন্ট তোলা গায়না আছে শীর্ষে। রংপুরের বাকি আর দুটি ম্যাচ। টেবিলের শীর্ষ দুটি দল পাবে ১৮ জুলাইয়ে ফাইনালের টিকিট। খালেদরা আশাবাদী আবারও তারা শিরোপার মঞ্চে নিজেদের নিতে পারবেন।

ম্যাচ ধরে এগোতে চান খালেদরা, ‘গত ম্যাচে বলেছিলাম, আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। আজ (হোবার্টের বিপক্ষে রোববার) জিতলাম। এখন দৃষ্টি পরের ম্যাচের দিকে।’

১৬ জুলাই রংপুরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। এই দলে আছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের গ্রুপপর্বের শেষ ম্যাচ ১৭ জুলাই, রাইডার্সদের প্রতিপক্ষ টেবিলের তলানিতে থাকা সেন্ট্রাল ডিস্ট্রিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *