free tracking

স্ট্রোকের ৭টি অপ্রত্যাশিত লক্ষণ: উপেক্ষা করলেই বিপদ!

স্ট্রোক বা মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়া হঠাৎ করেই একজন সুস্থ মানুষকে জীবন-মৃত্যুর মাঝখানে দাঁড় করিয়ে দিতে পারে। অনেক সময় প্রচলিত লক্ষণ ছাড়াও কিছু অপ্রত্যাশিত বা অস্পষ্ট প্রাথমিক লক্ষণ দেখা দেয়, যা অনেকেই সাধারণ শারীরিক সমস্যাভেবে এড়িয়ে যান। অথচ এই সংকেতগুলো দ্রুত চিহ্নিত করা গেলে সময়মতো চিকিৎসা নেওয়া সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক স্ট্রোকের এমনই ৭টি অপ্রত্যাশিত প্রাথমিক লক্ষণ—

১. হঠাৎ এক চোখে অন্ধকার বা ঝাপসা দেখা

কোনো ব্যথা ছাড়াই যদি এক চোখে দৃষ্টিশক্তি কমে যায় বা অন্ধকার লাগে, তা হতে পারে চোখের নার্ভে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিত।

২. ভারসাম্য হারানো বা টলে যাওয়া

কোনো কারণ ছাড়া আচমকা ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়া বা মাথা ঘোরা — মস্তিষ্কের সংকেত গ্রহণ-প্রদানের গণ্ডগোলের লক্ষণ।

৩. কথা জড়িয়ে যাওয়া বা ভুল বলা

চেনা মানুষদের নাম ভুলে যাওয়া, জবাব দিতে দেরি, কথা অস্পষ্ট শোনানো — সবই হতে পারে স্ট্রোকের সূচনা।

৪. শরীরের এক পাশ অবশ লাগা

মুখ, হাত বা পায়ের একপাশ আচমকা দুর্বল হয়ে পড়া — স্ট্রোকের অন্যতম ক্লাসিক ও গুরুত্বপূর্ণ লক্ষণ।

৫. হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা

অসাধারণ রকমের মাথাব্যথা, যা আগে কখনো হয়নি — এটি হতে পারে ‘হেমোরেজিক স্ট্রোক’-এর সংকেত।

৬. হঠাৎ প্রস্রাব বা মল ধরে রাখতে না পারা

মস্তিষ্কের নিয়ন্ত্রণ ব্যবস্থায় গোলমাল দেখা দিলে এমন অস্বাভাবিক ঘটনা ঘটে থাকে।

৭. মনোযোগ হারানো বা বিভ্রান্ত হওয়া

আচমকা ভুলভাল বলা, নাম-পরিচয় মনে না থাকা বা দিক-বিদিক ভুলে যাওয়া — এসব উপসর্গ মানসিক দিক থেকে স্ট্রোকের ইঙ্গিত।বিশেষজ্ঞরা বলছেন, এই উপসর্গগুলোর যেকোনো একটি দেখা দিলেই ৩ ঘণ্টার মধ্যে চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
‘Time is Brain’— সময় নষ্ট করলেই মস্তিষ্কের কোষ হারানোর ঝুঁকি বাড়ে।

তথ্যসূত্র:
বাংলাদেশ স্ট্রোক ফাউন্ডেশন, Mayo Clinic, WHO Stroke Awareness Guidelines

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *