ফের ঢাবিতে আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড, উত্তেজনা শুরু!

ঢাবি ভিসি চত্বরে জড়ো হওয়া কোটা সংস্কার আন্দোলনকারীরা কফিন মিছিল নিয়ে টিএসসিতে যাওয়ার সময় পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে কোটা আন্দোলনে সংঘর্ষে ছয়জন নিহত ও বিশ্ববিদ্যালয় বন্ধসহ হল ছাড়ার ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করছেন ঢাবির সাধারণ শিক্ষার্থীরা। এতে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হতে থাকলে তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশ।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত, মানি না মানবো না’; ‘হল আমার বাড়িঘর, হল আমি ছাড়ব কেন’; ‘আমার ভাই মরলো কেন, জবাব চাই দিতে হবে’; ‘পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’; ‘হল ছাড়ার সিদ্ধান্ত, মানি না মানবো না’; ‘ক্যাম্পাসে রক্ত ঝরে, ভিসি কী করে’; ‘ছাত্রলীগ হামলা করে, ভিসি কী করে’; ‘সাঈদ ভাই মরলো কেন, পুলিশ তুই জবাব দে’; ‘হলে হলে দুর্গ গড়, ছাত্রলীগ প্রতিহত কর’ স্লোগান দিতে থাকেন।

এদিন টিএসসি-ভিসি চত্বর এলাকায় পুলিশ, বিজিবি ও র‍্যাবের বিপুল সংখ্যক সদস্যকে সতর্ক অবস্থানে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *